file pic: miliniumpost



সুজাতা ঘোষ ,বাগডোগরা: পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী ও প্রাণের মেলা হল বইমেলা । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও 'গ্রন্থাগার পরিসেবা অধিকার '-এর তত্ত্বাবধানে আজ বিকাল চারটায় আঠারখাই সার্বজনীন খেলার মাঠ (শিবমন্দির) -এ অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা । শুভ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী গৌতম  দেব মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন শ্রী স্বরূপ কুমার পাল মহাশয় ।সূত্রের খবর, এই মেলা চলবে ৯  ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত।