pic source: hindusthantime

সংবাদ একলব্য, 13 নভেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের নুতন নির্দেশিকায় দেখে নিন আপনার পরিবার কী ভর্তুকিযুক্ত রেশনের আওতায় আছে - আপনার পরিবারে যদি যন্ত্রচালিত দুই চাকা অথাৎ মোটরসাইকেল, তিন চাকার যন্ত্রচালিত গাড়ি, কৃষিকাজে ব্যবহারের দুই তিন চাকার যন্ত্র যেমন ট্র্যাক্টর, হারভেস্টার থেকে থাকে তাহলে আপনি এই সুযোগ পাচ্ছেন না l যে পরিবারের কোনো সদস্যা রাজ্য, কেন্দ্র বা রাট্রয়াত্ত্ব কোনো সরকারি বা স্বশাসিত কোনো সংস্থায় কর্মরত সেই পরিবার ভর্তুকিযুক্ত রেশন পাচ্ছেন না l 

যে পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার অধিক, ইনকাম ট্যাক্স দেন,  তিন বা তার বেশি ঘর পাকা দেওয়াল ও ছাদ আছে তারা পাচ্ছেন না l যে সমস্ত পরিবারের ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যান্ড ফোন আছে তারাও পাচ্ছেন না l 2.5 একরের বেশি সেচ যুক্ত জমির ও শহরে তিন বা তার বেশি পাকা কক্ষ যুক্ত বাড়ি থাকলে পাচ্ছেন না l আপনার পরিবারে যদি শীততাপ নিয়ন্ত্রণ মেশিন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে তাহলেও পাচ্ছেন না l খাদ্য সরবরাহ দপ্তরের নুতন নির্দেশিকায় এই সব পরিবার ভর্তুকিযুক্ত রেশনের সুবিধা পাচ্ছেন না l যাদের রেশন কার্ড সংশোধন নুতুন নাম সংযোগ করার প্রয়োজন তারা আগামী 30 নভেম্বর পর্যন্ত করতে পারবেন l