আরিফ হোসেন, ২৩শে নভেম্বর-

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্টের বোর্ড এর সিভিল ডিফেন্সে অর্গানাইজেশন এর স্টাফ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট শূন্যপদ- ১২৫ টি। আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
বয়স- ১/১/২০১৯ হিসেবে ১৮বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। (বয়সের উচ্চসীমায় এস সি ও এস টি ৫ বছর, ও. বি. সি ৩ বছর ছাড় পাবে এবং সরকারী কর্মীদের ২ বছর ছাড় রয়েছে  )।
আবেদন শুরুর তারিখ ২৪শে নভেম্বর ২০১৯
আবেদন শেষ- ২৪ শে ডিসেম্বর ২০১৯
আবেদন ফি- ২৭০ টাকা (সাধারন ও সব -এস সি এস টি বাদে ) এবং ২০ টাকা (এস সি ও এস টি) ।
বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন-  https://drive.google.com/file/d/1NbjPK1cw3nZvuSa_0EhW3311vvgv0xNs/view?usp=drivesdk