আজ টানা নয় দিন অনশন করে মারাত্মক অসুস্থ হয়ে হাপাতালে ভর্তি পার্শ্বশিক্ষিকা শিল্পী রায়(পুরুলিয়া)।পার্শ্বশিক্ষকদের আন্দোলন ও অনশনের  ১৫ দিন কেটে গেলেও এখনও উদাসীন সরকার। শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনশনের জেরে এক পার্শ্ব শিক্ষিকার মৃত্যুর ঘটনায় উত্তাল হল সংসদও । পশ্চিম মেদিনীপুরের পার্শ্বশিক্ষিকা রেবতী রাউতের  অস্বাভাবিক মৃত্যু হয় গত সোমবার। এই নিয়ে চাপান-উতোর চলছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার, লোকসভাও  উত্তাল হয় এই নিয়ে।

এদিকে রাজ্যপাল শুক্রবার ট্যুইট করে জানিয়েছেন,  "১১ নভেম্বর থেকে এক হাজারেরও বেশি পার্শ্বশিক্ষক আন্দোলন করছেন এবং তাঁদের মধ্যে ৩৭ জন শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। এ সমস্যা সমাধানে সব পক্ষকেই আমি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের মৃত্যু হয়েছে। যা যথেষ্ট দুঃখজনক"।



ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ট্যুইট বার্তায় পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন- "পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু বিভ্রান্তি মূলক তথ্য বেশ কিছু রাজনৈতিক নেতা বক্তৃতা দিয়ে তাদের অনশন মঞ্চে গিয়ে বলছেন| রাজ্য সরকার পার্শ্বশিক্ষক /শিক্ষকদের সর্বস্তরের তাদের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সমাধান করেছেন|"
একইসাথে তিনি আরও বলেন- "পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি সমাধান করা হয়েছে | কেন্দ্রীয় ভান্ডার থেকে এ বাবদ কোন নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না সামগ্রিক বরাদ্দের মধ্য থেকেই বরাদ্দের অংশ থেকে ভাতাসহ বিষয়গুলির দেখা হচ্ছে বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন সুস্থ থাকুন"