কৃষ্ণনগর গ্লোবাল কলেজের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র পার্থ বিশ্বাসের দুটি কিডনি 90% অক্ষম  ধরা পড়ে কয়েক মাস আগে , কিন্তু তাঁর পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হওয়াই  পাশে এগিয়ে আসে পার্থর মেসের বন্ধুরা। প্রথমত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে দিন রাত এক করে এককালীন 1 লক্ষ তথা মোট 1.5 লক্ষ টাকা বন্ধুর পরিবারের হাতে তুলে দেয় । কিন্তু পার্থ বিশ্বাস তার বন্ধুদের ফাঁকি দিয়ে গত 22 শে অক্টোবর শক্তিনগর হাসপাতাল থেকে কল্যাণী যেতে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 
তাই বন্ধুর স্মৃতিতে গতকাল কৃষ্ণনগরে মোট 100 গরিব অনাথ দুঃস্থ মানুষকে অন্ন , জল, ওষুধ দান করে। প্রথমে দিশারী নামে একটি অনাথ আশ্রমে 50 জন অনাথ শিশুকে খাবার খাওয়াই ও রাতে কৃষ্ণনগর রেল স্টেশনে 50 জন অসহায় ও দুঃস্থকে অন্ন, জল ও ওষুধ দান করে। বন্ধুদের অন্যতম মিরাজুল সেখ বলেন, "আমাদের বন্ধু পার্থর স্মৃতিতে আমরা প্রতি বছর 2রা নভেম্বর এই ভাবেই কিছু অসহায় মানুষ এর পাশে এসে দাঁড়াবে।" 
আবার সুদীপ্ত বলেন" আমরা পার্থর স্মৃতিতে আরও কিছু মানুষকে নিয়ে 'শেষ আশা(LAST HOPE) নাম নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাবো।" এছাড়া রিজু , প্রতীক ও অন্যান্য  সকল বন্ধুরা এবং মেসের মালিক বলেন পার্থ যেখানেই থাকুক ভালো থাকুক , ওর আত্মার শান্তি কামনা করি।।