আরিফ হোসেন, ৫ই নভেম্বর: পি এস সি এর মাধ‍্যমে পশ্চিমবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ‍্য চাকুরি সিভিল সার্ভিস ২০২০ এর আবেদন শুরু হল আজ থেকে। 
অনলাইন ফর্ম ফিলাপ শুরু ৫ নভেম্বর থেকে। ফর্ম ফিলাপের শেষ দিন ২৫  নভেম্বর। ফর্মফিলাপের সময় ফি লাগবে জেনারেলদের জন্য -২১০টাকা ।এস সি ,এসটি ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবেনা । পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের পরীক্ষা হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) পরীক্ষা।  এই পরীক্ষায়  A, B, C , D এই চারটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। A,C, D তে বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ পোস্ট রয়েছে এবং B বিভাগে রয়েছে পশ্চমবঙ্গ পুলিশের পোস্ট। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৯  ফেব্রুয়ারি। WBCS পরীক্ষাটি নেওয়া হয় তিনটি ধাপে ,প্রিলিমিনারি , মেন এবং ইন্টারভিউ । পরীক্ষাটি দেবার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতক হলেই হবে । বয়স হতে হবে ২১ -৩৬ (গ্রুপ Bর ক্ষেত্রে ন্যূনতম বয়স ২০ ,Dগ্রুপের জন্য সর্বোচ্চ বয়স ৩৯ )। গ্রুপ Bর  র জন্য উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে ১.৬৫ মিটার এবং নারীদের ক্ষেত্রে ১.৫০ মিটার।
আরও বিস্তারিত জানতে হবে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন---http://pscwbapplication.in/pdf19/2713287_2019.pdf