ফের নতুন প্রকল্প আনছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর পর এবার জাগো প্রকল্পের মাধ্যে রাজ্যের মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার পরিকল্পনা নিয়েছে। মহিলাদের জন্য এই জাগো প্রকল্পে ৫০০০ টাকা করে দেওয়া হবে। দু-মাস আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 

মাস ২ আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই প্রকল্প। এ বিষয়ে রাজ্য আশাবাদী যে, এই প্রকল্প মারফত উপকৃত হবেন রাজ‍্যের প্রায় ১ কোটি মহিলা। 

এই প্রকল্পের আওতায় ১০লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০টাকা করে অনুদান দেওয়া হবে। মোট ১ কোটি মহিলা প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫০০কোটি টাকার তহবিল তৈরি করেছে সরকার। পরিসংখ্যান অনুযায়ী ২০১১ সালে রাজ‍্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ‍্যা ছিল ৪.৭২লক্ষ, যা ২০১৯-এ বেড়ে দাঁড়িয়েছে ৬.৯২ লক্ষ। আগে স্বনির্ভর গোষ্ঠীর জন‍্য ঋণের পরিমাণ ছিলো ৫৫৩কোটি, এখন তা বেড়ে হয়েছে ৭হাজার কোটি।