একটা সকালের আশায় হাজার হাজার পার্শ্বশিক্ষক-যার রঙ ভীষন নরম স্পর্শময়
ভজন বিশ্বাস
![]() |
কবি ভজন বিশ্বাস |
অনশনরত পার্শ্বশিক্ষকদের হয়ে কলম ধরলেন উত্তরের বিশিষ্ট কবি ভজন বিশ্বাস।
গত সোমবার থেকে প্রশাসনিক বাধা উপেক্ষা করে বিকাশ ভবনের অদূরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। এ যাবৎ সরকারের তরফ থেকে কোনোরকম ইতিবাচক সাড়া না পেয়ে আন্দোলনের গতি পরিবর্তন করেন। গত শুক্রবার বিকেল ৫টা থেকে অবস্থান মঞ্চ পরিবর্তন করে অনশনে বসেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। কাজ এক যোগ্যতা এক অথচ বেতনের পরিবর্তে তাদের দেওয়া হচ্ছে ভাতা, যা এই দুর্মূল্যের বাজারে খুবই সামান্য। শিক্ষকের সন্মানটুকু তারা পাচ্ছেন না। চরম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে পার্শ্বশিক্ষকদের।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন কেন্দ্র যে ৬০% কেন বরাদ্দ করেছে তার পুরোটাই চলে যাচ্ছে সরকারের পকেটে। PAB রিপোর্ট অনুযায়ী তাদের বেতন পাওয়ার কথা প্রাথমিকে ২৫ হাজার। উচ্চ প্রাথমিকে ৩৩ হাজার টাকা। অথচ তারা পাচ্ছেন ১০ হাজার প্রাথমিকে ও ১৩ হাজার উচ্চ প্রাথমিকে। তাদের অভিযোগ সরকার মানছেননা NCTE এর নির্দেশ।
পার্শ্বশিক্ষকদের এই দীর্ঘ বঞ্চনার শিকার হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে পার্শ্বশিক্ষকের, বহু পার্শ্বশিক্ষক চিকিৎসা করাতে পারছেননা তাদের পরিবারের সদস্যদের। বৃদ্ধ বাবা মায়ের নুন্যতম চাহিদা পুরন করতেও পারছেন না পার্শ্বশিক্ষকরা। পারছেন না সন্তানের মুখে হাসি ফোটাতে। গোটা রাজ্যের পার্শ্বশিক্ষকরা যেমন অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। তেমনি শরিক হাতে দেখা যাচ্ছে তাদের পরিবারের সদস্যদেরও।
দূর দুরান্ত থেকে আরও অনেক শিক্ষিকা কোলে সন্তান নিয়ে রাতের পর রাত কাটাচ্ছে ফুটপাতে, খোলা আকাশের নীচে। একই মঞ্চে অনশনরত মায়ের সংগে শিশু তুলে নিয়েছে প্ল্যাকার্ড, ব্যানার।কোনো মেয়ে অসুস্থ মায়ের হয়ে গলা মেলাচ্ছে শ্লোগানে। কোলের শিশুরা তালে তাল মিলিয়ে শ্লোগান দিচ্ছে- "চুরি করেছে, চুরি করেছে আমার ভাতা সরকার" কোনো কোনো মহিলা শিক্ষকের অনশনে সহমর্মিতা হয়ে সামিল হয়েছেন তার স্বামী,৷ যারা সশরীরে উপস্থিত থাকতে পারছেন, মানসিক ভাবে উপস্থিত থাকতে পারছেন শুধুমাত্র একটা সকালের আশায় যার রঙ ভীষন নরম স্পর্শময়। অথচ হিরক রানি সরকার নির্বিকার চুপ।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊