সংবাদ একলব্যঃ 
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।' কবি অঙ্গীকার করেছিলেন পৃথিবীকে শিশুর বাসযোগ্য করবার। আর সেখানে দিনহাটা হাসপাতালেই নেই শিশুর বাসযোগ্য পরিবেশ।   
মাননীয়া মুখ্যমন্ত্রী ২০১৬ সালে ১৯ ডিসেম্বর অসুস্থ নবজাতক পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছিলেন। অথচ কতটা নোংরা আবর্জনায় ভরে রয়েছে তা উঠে এলো আমাদের ক্যামেরায়। 

জানাগেছে বিগত ৫-৭ দিন থেকে এমন নোংরা আবর্জনায় থাকতে হচ্ছে নবজাতককে। যা দেখলে শিউরে উঠবেন আপনারাও। অথচ হেলদোল নেই হাসপাতাল কতৃপক্ষের।এমনই অভিযোগ নবজাতকের পরিবারের।  

আসুন দেখে নেই ভিডিওতে-







like our facebook page for more update