'বুলবুলের' জন্য স্থগিত করা হল নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এর পরীক্ষা। আজ একটি নোটিশ জারী করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেখানে বলা হয় আগামীকালকের (১০/১১/২০১৯) এর পরীক্ষা স্থগীত করে তা আগামী ৫ জানুয়ারী ২০২০ তে নেওয়া হবে। দেখুন সেই বিজ্ঞপ্তি-






like our facebook page for more update