আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
আলজামিয়াতুল একরামিয়া মাদ্রাসা ও একরামিয়া ইসালে সওয়াব কমিটির যৌথ উদ্যোগে বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে তবারক বন্টন, মিলাদ মহফিল সহ বিভিন্ন কার্যক্রম সারাদিনব্যাপী পালিত হল হলদিবাড়িতে। ইসলামে এই দিনটিকে ফাতেহা দোয়াজ দহম বলে । নবীজির বিভিন্ন উপদেশ ও বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে গোটা শহরে একটি মিছিল পরিক্রমা করে। হাজির ছিলেন এলাকার ছোটো থেকে বৃদ্ধ মুসলিম ভাইরা। এছাড়াও এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এই যৌথ কমিটি। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন খন্দকার মোহাম্মদ রায়হানুল হক, খন্দকার মোহাম্মদ মারজানুল হক এবং খন্দকার মোহাম্মদ সিরাজুল হক সাহেব। আটজন মহিলা সহ 105 ইউনিট রক্ত দান করেন এই দিনটিতে।
রক্তদান শিবিরের দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট ডাক্তারবাবু সহ সহকারীবৃন্দ এবং শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা। এদিনের এই রক্তদান শিবিরে রাধাবাড়ি 65 BN BSF -এর ডেপুটি কমান্ডেন্ট গৌরব সিং উপস্থিত ছিলেন এবং রক্তদান করেন। এই রক্তদান শিবিরে বিশেষ সহযোগিতা করেন হলদিবাড়ি ও তৎসংলগ্ন এলাকার আপামর জনসাধারণ ও পুলিশ প্রশাসন। একরামিয়া ইসালে সওয়াব কমিটির পক্ষ থেকে কমিটির সম্পাদক লুৎফর রহমান সাহেব সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজ সেবী রাজা ইসলাম জানান, বিশ্বনবীর জন্ম দিনে সকল সম্প্রদায়ের মানুষ আমাদের কর্মসূচীতে অংশ গ্রহন করে এক সম্প্রীতি বন্ধন গড়ে তুললেন। এ দিকে মেখলিগঞ্জ আঞ্জুমান কমিটির সভাপতি হাজি ইব্রাহিম হোসেন জানান, এদিন সকল কর্মসূচী ঘিরে প্রায় দশ হাজার বা তার বেশি মানুষের সমাগম হয় এবং তারা সম্প্রীতি বজায় রেখে মহামিছিলে সামিল হন। অনেক ইসলাম ধর্মালম্বী ও হাফেজ গন নবীজীর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। কর্মসূচী সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসন ও জনগনের সার্বিক সহযোগিতায় কর্মসূচী সঠিক ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ায় সকলেই খুশি।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊