বৃত্ত
অনিমেষ


সীমা থেকে সীমা পেরিয়ে পূর্ণ হয়েছে বৃত্ত
পরিধির ব্যবধানে মুছে গেছে প্রথম দেখা
গড়িয়েছে রাত, নতুন সকালের আবেশে
ক্ষণকালের পরিচয় অথচ ক্ষণস্থায়ী নয়
দীর্ঘস্থায়ী হওয়ার কথা ছিলো পেডিকিউর করা পায়ের গোলাপী আভা
ঠোঁট ছুঁয়ে আসা লাল কিন্তু বহু পরিচিত গভীর মোহনা।

সীমা থেকে সীমা পেরিয়ে তুমি চলে যাও
পিছুটান ছেড়ে নীল ওড়নাটা আটকে রাখা যায় না
পায়ের পদক্ষেপে ভারী হয়না রাত জাগা গভীর রাতের পিয়ানো।

বালিশে বালিশে ঘোরে সুখ
চুল পড়া থাকে একা
নিস্তব্ধ বৃত্তে হাহাকার
সেটা বৃত্ত নয় মানছি তবুও এগিয়ে যেতে হয় বলেই পেছনে ফেরো না।

সীমা থেকে সীমা পেরিয়ে তোমার মায়ামাখা চোখের আদলে
একটা প্রতিমা গড়ি মাটির প্রলেপ চক্ষুদান
আর ভাসাভাসা শ্লোক।

সীমা থেকে সীমা পেরিয়ে তুমি চলে যাও
সেতু ভেঙে আবেগ রেখে স্মৃতি মুছে
প্রতিচ্ছবি ওড়না দুপুরের লাঞ্চ বক্স
দিনরাতের কাব্য থেকে।

সীমা থেকে সীমা পেরিয়ে পরিপূর্ণ হয় বৃত্ত
পরিধি ছাড়িয়ে আমরা আবার এসে মিশি
এটা কখনো প্রেম হতে পারে না
এটা আসা যাওয়ার অনুঘটক সার্কাস
আমি তুমি তো কবেই সীমা পেরিয়ে রেখা টেনে

বন্দী হয়ে পড়েছি পেডিকিউর করা গোলাপী পা
লাল ঘন ঠোঁটের উত্তাপ হারিয়ে ঘন ঘন নিঃশ্বাসে
সীমা থেকে সীমা পেরিয়ে...


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update