প্রবাসি বাঙালী বিজ্ঞানী মাননীয় ডক্টর দিলীপ কুমার সোম মহাশয়, মানুষের জীবন বাঁচানোর কৌশল শিখাবার জন্য, রাস্তা - ঘাটে অনেক মানুষ অসুস্থ হয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে পড়ে, সেই সময় কি করতে হবে, তা হাতে কলমে শেখানোর জন্য আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার  হাতে ম্যানিকুইন (CPR) টি তুলে দিয়েছেন,সেটা দিয়ে আজ এই সংস্থা সাধারণ মানুষকে সেখালেন সি.পি.আর – হৃদযন্ত্র কোন কারনে বন্ধ হয়ে গেলে তা চাপ দিয়ে পুনরায় চালু করার কৌশল।
সাথে সাপ কামড় দিলে কি করবে সেটাও জানানো হয় সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার হ্যামিন্টনগঞ্জ কালীপূজো মেলাতে আসা দর্শণাথীদের। উপস্থিত ছিলেন অনামিকা বর্মণ, রোহিত কর, সম্পাদক কৌশিক দে প্রমুখ।