গৌতম সাহাঃ 
UUPTWA এর ঘোষিত কর্মসূচী অনুযায়ী তারা প্রায় ৫০ থেকে ৬০ হাজার প্রাথমিক শিক্ষক মাননীয় শিক্ষামন্ত্রীর সঙগে দেখা করার উদ্দেশ্যে যাদবপুর ৮ বি বাস স্টান্ডের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেট থেকে সুশৃঙখল মিছিল এগিয়ে এলে পুলিশ বাঘাযতিন মোড়ে আঁটকে দেয়।



UUPTWA নেতৃত্ব ২৪ ঘন্টা অবস্থান কর্মসূচী ঘোষণা করেছেন। তাদের বক্তব্য মাননীয় শিক্ষামন্ত্রী যতক্ষন না তাদের নায্য দাবী মেনে নিচ্ছেন এবং সরকারী নোটিশ প্রকাশ করছেন ততক্ষন তারা অবস্থান করবেন।

অবস্থান কর্মসূচি ঘোষণার পরপরই শিক্ষামন্ত্রী তিনজন প্রতিনিধির সঙগে আলোচনায় বসবেন বলে অনুরোধ করেছেন।

তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সংগে আলোচনার পর ফিরে এসেছেন অবস্থান স্থানে। 
আলোচনায় মেলেনি কোন সমাধান। ঘোষিত অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত উস্থির। 


বিস্তারিত আপডেট পেতে সাথে থাকুন। 





আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-