শঙ্কর পাণ্ডে, বাসন্তী,(দঃ) পরগণা:- কার্তিক মেলার মতো বিশুদ্ধ মজা, এত মর্মান্তিক হবে কে জানতো।গ্রাম বাংলা তথা শহর কোলকাতা কার্তিক ফেলার আনন্দ অচেনা নয়।তবে যেটা অচেনা ছিলো সেটা হলো কার্তিক ফেলাকে কেন্দ্র করে বচসা আর তার পর খুন। ঘটনাটি ঘটেছে দঃ ২৪ পরগণার বাসন্তীর কুমড়ো খালি গ্রামে। বছর( ৪৮)এর ফনি সাঁফুই এর বাড়িতে কার্তিক ফেলে আসে তারই পাড়ার কয়েকজন যুবক,এই নিয়ে কথা কাটাকাটির হয় ফানি সাঁফুই এর সাথে ঐ যুবকদের।অনিচ্ছা সত্বেও বাড়িতে পূজার আয়োজন করে ফানি সাঁফুই। কার্ত্তিক পূজার আমন্ত্রণ জানাতে গেলে ঐ যুবকদের সাথে আর এক প্রস্থ কাথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা।তারপর পড়সি যুবকরা ফনি সাঁফুইকে গাছের গায়ে বেঁধে চলে ব্যাপক মারধোর এতেও শান্ত হয়নি পড়সি যুবকরা রীতিমতো তার মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ।এত অত্যাচার সহ্য করতে পারে নি ফনি সাঁফুই হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কি এমন ঘটেছিল সেদিন যে ফনি সাঁফুইকে জীবন দিতে হলো পড়শিদের হাতে।
সামান্য কার্তিক ফেলাকে কেন্দ্র করে যদি মানুষকে জীবন দিতে হয় তবে কোন সভ্য সমাজে বাস করছি আমরা।এই ঘটনার পরও কি জোর দিয়ে বলা যাবে "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য"।না ফনি সাঁফুই আর ফিরবে না কিন্তু গ্রাম বাংলার চেনা মানুষ অচেনা মনের মধ্যে এমন আদিম সভ্যতার নিদর্শন রয়েছে তা কারও জানা ছিলো না।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊