স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ও কাউন্সিলিং তুলে দেওয়ার কথা সরাসরিভাবে বিজ্ঞাপ্তি জারি করে ঘোষনা না করলেও সূত্রের খবর স্কুল সার্ভিসে জট কাটাতেই নিয়োগে সরলীকরণ করার পথে হাঁটতে চলছে কমিশন ।  সূত্রের খবর একাডেমিক নাম্বারেরও মূল্য থাকছেনা । শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর ভিওি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন উঠে এসেছে।যেমন-

১.লিখিত পরীক্ষার মাধ্যমে শুধু বিকল্প প্রশ্নের উওর দেওয়া হয়। কিন্তু বিকল্প ছাড়াই যে প্রশ্নের উওর দেওয়া  মূল্যায়ন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক সেটাকে অস্বীকার করা হবে।

২.এর ফলে দূর্নীতি আরও বাড়বে।অযোগ্য ব্যক্তিরা টাকার জোড়ে চাকরি পাবে।

৩.বিকল্প চিন্তন যেটা ইন্টারভিউতে দেখা হতো তার পথ বন্ধ হবে।

কেউ কেউ আবার দাবি তুলেছেন ,

১.নেট  পরীক্ষার মত অনলাইনে পরীক্ষা নেওয়ার।

২.আগের মত রচনাধর্মী পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার।

এখন দেখার স্কুল সার্ভিস কমিশন কী সিদ্ধান্ত নেয়।  সময়ের অপেক্ষায় থাকা ছাড়া এবিষয়ে আগাম কিছু বলা যাবেনা।

সমস্ত মতামত ফেসবুক থেকে প্রাপ্ত।