ফাইল ছবি-গত বছরের মেলার 

ভেটাগুড়ি ফুটবল মাঠে সাউথ কর্ণার ক্লাবের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে চলছে কালী পূজা উপলক্ষ্যে মেলার আয়োজন। সাতদিন ধরে চলবে এই মেলা। সাউথ কর্ণার ক্লাবের কালী পূজা এবার ৪৯ তম বর্ষে পদার্পন করল।   
এবারের মেলায় থাকবে নাগরদোলা, টয় ট্রেন, বিচিত্রা অনুষ্ঠান সহ হরেক রকমের দোকান। ক্লাবের পক্ষ থেকে খোকন সাহা জানিয়েছেন- প্রয়াত ক্লাব সদস্য তঁপন কুমার সাহার স্মৃতিতে বিশেষ শ্রদ্ধা জানানো হবে ক্লাবের পক্ষ থেকে।