উত্তরাখণ্ড সরকার ক্লাস ৩ থেকে ৮ পর্যন্ত সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয়ে সংস্কৃত ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ কর্তৃক রাজ্য পরিচালিত সমস্ত বিদ্যালয়ে এই সিদ্ধান্তটি কঠোরভাবে প্রয়োগের জন্য শিক্ষামন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। রাজ্য শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে সংস্কৃত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য শিঘ্রই নির্দেশিকা কার্যকর হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে বলেছেন, "সংস্কৃত আমাদের প্রাচীন এবং ঈশ্বরের ভাষা। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে এই ভাষা আমাদের সংস্কৃতিকে  সমৃদ্ধ করেছে। আমাদের প্রজন্মের  ভাষাটি জানা উচিত।"
জানা যায় রাজ্যের ৮৯% জনগোষ্ঠীর  মধ্যে হিন্দি (৪৫%) গড়ওয়ালী (২৩.০৩%), কুমোনি (১৯.৯৪%) এবং জৌনসারি (১.৩৩%)  ভাষায় কথা বলেন।
এক্ষেত্রে সংস্কৃত ভাষা আঞ্চলিক ভাষা গুলির ক্ষতি সাধন করতে পারে বলেও সংশয় প্রকাশ করেছেন বিদ্বজনেরা। পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত ইতিহাসবিদ শেখর পাঠক এই  বিষয়ে মন্তব্য করে বলেছিলেন, "ভাষা সহ আমাদের সংস্কৃতির প্রচার গুরুত্বপূর্ণ তবে আঞ্চলিক ভাষাগুলিকেও আমাদের জাতীয় ভাষার মতো উৎসাহের সাথে প্রচার করা উচিত।"