নিজস্ব প্রতিনিধি, পলাশবাড়ি (শিলবাড়ীহাট ): সবাই যখন ব্যস্ত নিজে দের পরিবার নিয়ে পুজো পরিক্রমা করতে l তখন স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত" পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ছাত্র- ছাত্রী দের কেউ  তাঁদের থেকে দূরে সরালেন না l পথ বিশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক  বিশ্বজিৎ দাস বলেন যে,  "এবারে আমাদের পুজো পরিক্রমা ছিল ঠিক ব্যতিক্রম যাদের জীবনে  চলার সঙ্গী একমাত্র wheel chair আর তার পরিবার তাঁদের কে নিয়ে নবমীর দিনে কোচবিহার  "PAA" ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কোচবিহার শহরের পাঁচটি মণ্ডপের পুজো পরিক্রমা করে তাঁদের হাতে নুতুন জামা কাপড় তুলে দেওয়া হয় l সত্যি পুজো পরিক্রমা ছিল যেন অভিনব   l পুজো পরিক্রমায় সেদিন  তাঁদের কে নিয়ে চলেছিলেন  কোচবিহার এর বিশিষ্ট চিকিৎসক ডা : অনির্বান রায়, ডা দীপঙ্কর দত্ত , কোচবিহার বি টি & ইভনিং কলেজ  এর অধ্যাপক ড: অনিরুদ্ধ বর্মন  সংগীত শিল্পী সহ, উচ্চ মাধ্যমিক  2019 রাজ্যের সেরা ছাত্র ছাত্রী সহ আর ও বিশিষ্ট ব্যক্তি বর্গ  l 
"PAA" ফাউন্ডেশন এর ফাউন্ডার পার্থ অধিকারী জানান যে,- "আমরা " PAA" ফাউন্ডেশন এর তরফ থেকে  বিশেষ চাহিদা সম্পর্ন্ন শিক্ষার্থীদের  আজকে পুজো পরিক্রমা করিয়ে খুব আমরা আনন্দিতl 
কোচবিহার DSP মাননীয় চয়ন দাস জানান  "আজ কে নিজেকে গর্বিত মনে হচ্ছে তাঁদের সঙ্গে সারাটা সময় কাটিয়ে  তাঁদের কে শান্তিপূর্ণ ভাবে পুজো পরিক্রমা করিয়ে l 
স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন বলেন  যাদের জীবন এর নিত্যসঙ্গী wheel chair  তাঁদের কে এই ভাবে পুজো পরিক্রমা করাতে পেরে তারাও খুব খুশি হয় তাঁদের প্রতিদিন এর জীবন থেকে আজকের দিন টি ছিল একটু আলাদা l সেই সাথে পুলিশ প্রশাসন যে ভাবে সহযোগিতা করেছেন, তা তুলনাহীন।