দীপ রায়ঃ

নদীয়া জেলার  রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রানাঘাট ব্যস্ত রয়েছে 'মানবিক পাঠশালার' ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ৪ঠা অক্টোবর তাদের পাঠশালার ৪০ জন বাচ্চাদের নিয়ে "মানবিক রানাঘাট" পূজো পরিক্রমার ব্যবস্থা করেছিল ।সকাল বেলা মানবিক রানাঘাটের অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় এই পরিক্রমা এবং শেষ হয় দুপুর বেলা। কচিকাঁচা বাচ্চাদের উল্লাস ছিল চোখে পড়ার মত।খুশিতে তাদের মুখগুলি জ্বলজ্বল করছিল। সংস্থার পক্ষ থেকে পূজোর স্পেশাল খাওয়া দাওয়ার ও ব্যবস্থা ছিল । 

মেনু ছিল- ভাত, ডাল, আলুর চোখা, মুরগির মাংস, আমের চাটনি, সহ অন্যান্য । ৫ই অক্টোবর যাদের নিয়ে কেউ ভাবে না,যাদের না হলে মায়ের বোধন হবে না সেই ঢাকি ভাইদের নিয়ে এক মহতী উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন  মানবিক রানাঘাট । তাদের পক্ষ থেকে রানাঘাটের সমস্ত পূজো মন্ডপের ঢাকি ভাইদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা-কাপড়। নতুন জামাকাপড় পেয়ে বেজায় খুশি ঢাকিরা । রোজগারের টানে ঘরবাড়ি ছেড়ে এসে ঢাক বাজাতে এসেছে অথচ এদের এই আতিথিয়তা দেখে ঢাকিদের চোখে জল এসে যায়। উদ্যোক্তাদের পক্ষে একজন বলেন " অসহায় মুখগুলো দেখলে নিজেকে ঠিক রাখতে পারিনা । উৎসব সবার তাই সবার  মনে আনন্দ থাকা উচিত,ঢাকিরাই কেন  যাবে তাই সবার জন্যই এই আয়োজন"।