সংবাদ একলব্য, ৩ অক্টোবর ২০১৯: আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে উন্মোচিত হল রামধনু শিশু কিশোর সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা। শ্রী অভিজিৎ দাশের সভাপতিত্বে, মৃগাঙ্ক সরকার সম্পাদিত রামধনু পত্রিকার এই দশম তম সংখ্যার শুভ উন্মোচন করেন শ্রী রাম সাহা।
সাম্যতা সরকারের উদ্বোধনী নৃত্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শিশু কিশোরদের কবিতা আবৃতি, গানের মধ্যদিয়ে শারদীয়া পত্রিকা প্রকাশ অনুষ্ঠান রঙিন  হয়ে ওঠে। বিশিষ্ঠ অতিথি ছিলেন শ্রী রাম সাহা, ক্রিড়াবিদ শ্রী চন্দন সেনগুপ্ত, প্রাবন্ধিক শ্রী অভিজিৎ দাশ প্রমুখ। পত্রিকাটি প্রকাশিত হয় একলব্য প্রকাশনী থেকে। পত্রিকাটি আজ থেকেই দিনহাটা Book Cafe এবং একলব্য প্রকাশনীতে পাওয়া যাবে।