আনারুল ইসলাম প্রামাণিকঃ

আজ ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চল ও পৌরসভা এলাকায় পুজো উপলক্ষে বস্ত্রদান করা হয় বিশেষ চাহিদা  সম্পন্ন মানুষদের মধ্যে। ইচ্ছেডানার সম্পাদক জানান- সংস্থাকে কাপড় দিয়ে সহায়তা করেছে শিপ্রা সরকার, আশিষ ভট্টাচাৰ্য, সোমা চক্রবর্তী,অঞ্জনা রায়, অজিত দে, করোক বিকাশ মিত্র,রুমা সরকার,  দয়াল পাল, প্রীতি ঘোষ, সংঘমিত্রা পাল, অপর্ণা দাস রায়, মিঠুন রায়, নির্মল চন্দ্র রায়, মধু রায়, সজল সরকার, কৃষ্ণ মণ্ডল, মধু মণ্ডল, নূপুর রায়, পারমিতা রায় প্রমুখ।