দূষণ রোধে গঙ্গায় বিসর্জন করা যাবে না, এই মর্মে পুজোর মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যে নির্দেশিকায় বলা হয়েছে, গঙ্গা বা তার কোনও উপনদীতে প্রতিমা বিসর্জন করা যাবে না। নির্দেশ না মানলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। দশেরা, দীপাবলি, ছট, সরস্বতী পুজোয় গঙ্গায় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা। যদিও নির্দেশিকায় দুর্গাপুজোর কথা বলা নেই, কিন্তু দশেরার কথা বলা থাকায় সংশয় দেখা দিয়েছে।
গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে যাতে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা উৎসব শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যকে। এই নির্দেশিকা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে যাতে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা উৎসব শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যকে। এই নির্দেশিকা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রের এই ১৫ দফার নির্দেশিকা পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হরিয়ানা, রাজস্থানে পাঠানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ‘‘আমার কাছে এরকম কোনও চিঠি আসেনি’’। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা সংস্থার তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊