Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুস্থ এবং শারীরিক ভাবে অক্ষম বাচ্চাদের মুখে হাসি ফোটালো দূর্গাপুর বিধান স্মৃতি মঞ্চ

পশ্চিম বর্ধমান LEGAL ,RTI & HUMAN RIGHTS এর পক্ষ থেকে দুস্থ এবং শারীরিক ভাবে অক্ষম বাচ্চাদের এবং বড়দের দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় দূর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের সহযোগিতায় । 
দীর্ঘদিন ধরে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চ বর্ধমান জেলার একটি বিখ্যাত সেচ্ছাসেবী সংগঠন হিসাবে এই ধরণের কাজ করে আসছে। যে বাচ্চা গুলিকে বস্ত্র দেওয়া হলো তাদেরকে বিধান স্মৃতি মঞ্চের যুবক যুবতীরা বিনা পয়সায় শিক্ষাদান করেন শিশু শ্রেণী থেকে BA,BSc,BTech পর্যন্ত বলেও জানিয়েছেন সংগঠনের সম্পাদক ।  এই উদ্যোগটি শুরু করেছিলেন পশ্চিম বর্ধমানের কয়েকজন যুবক  জ্যোতি মজুমদার, হারাধন মন্ডল, বুবাই মাল, শুভ্র দালাল এবং আরো অনেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code