আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
প্রত্যান্ত গ্রামাঞ্চল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ধওলাবাড়িতে বসবাস করেন পদ্মশ্রী করিমুল হক। যেখানে বাস করেন সেখানে যানবাহন নেই বলললেই চলে, অন্যদিকে  রাস্তাঘাটের করুন পরিস্থিতি। পাশাপাশি নেই কোন চিকিৎসা ব্যবস্থাও।  চিকিৎসার অভাবে তার মায়ের জন্যে ভালভাবে চিকিৎসা করাতে পারেন নাই। পারেনি যথা সময় যানবাহন সংগ্রহ করে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যেত। যারদরুন  মাকে বাঁচাতে পারেন নি করিমূল বাবু। সেই থেকে  প্রতিজ্ঞাবদ্ধ হন যে তার এলাকায় কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আর তার জন্য বাইকে করে দিন কে দিন না ভেবে রাত কে রাত না ভেবে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সঠিক পরিসেবা দিতেন।

সেই পদ্মশ্রী করিমুল হক আজ শুধু দেশের নয় বিদেশি মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন।  ওপার বাংলা থেকে আসা দুস্থ পরিবার ঐশী আক্তার ও তার মাতা আনোয়ারা বিবি বাংলাদেশ  রংপুর  থেকে ছুটে আসেন তার কাছে চিকিৎসার জন্যে। তিনি  কলকাতা নিয়ে গিয়ে সুস্থ করে আজ চ্যাংরাবান্ধা সীমান্তে বিদায় জানিয়ে আসেন।  
রোগীর পরিবার জানান আমরা গর্বিত যে পদ্মশ্রী করিমুল হক বাবুকে পেয়ে, তার মত মহান ব্যাক্তির তুলনা হয় না।  এখন সুস্থ আছেন  এবং খুব ভাল আছেন বলে রোগী ঐশী আক্তার জানান। 

বিস্তারিত শুনন ভিডিওতে-