এনআরসি কার্যকর করার ঘোষণা নিয়ে এখনো ক্ষোভে ফুঁসছে আসাম সহ অনেক রাজ্যই। উদ্বাস্তু, শরণার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মূলতঃ পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এই আতঙ্ক বেশি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে দলের নেতারা বারবার ঘোষণা দিয়ে আসছেন, শুধু আসাম নয়, গোটা ভারতেই কার্যকর করা হবে এনআরসি বা ভারতের জাতীয় নাগরিকপঞ্জি। এরআগে অবশ্য বিজেপি চাইছে, আগামী নভেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাস করে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব নিশ্চিত করতে। এরপরই ভারত সরকার গোটা দেশে এনআরসি চালু করে নাগরিকত্ব যাচাই করার প্রকল্প হাতে নেবে, যাতে করে অনুপ্রবেশকারীরা কোনোক্রমেই ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ না পান। আগামী ১৮ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেবেন। এর আগেই রামমন্দির-বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি হবে বলে বিজেপি আশা করছে। এই মামলা নিষ্পত্তির পর বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল পাস করবে। এই বিল পাসের মধ্য দিয়ে ধর্মীয় কারণে ও নির্যাতনের শিকার হয়ে এ দেশে আসা বাংলাদেশ ও পাকিস্তানের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে বলে জানা গেছে।
বিজেপি চাইছে, এবার এই নাগরিকত্ব সংশোধনী বিলে যেন কোনো অমুসলিম সম্প্রদায়ের মানুষ, যাঁরা এ দেশে শরণার্থী বা উদ্বাস্তু হয়ে এসেছেন, তাঁরা যেন ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত না হন। সেই খসড়া নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হবে। এতে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও পারসি উদ্বাস্তু ও শরণার্থীদের মনে গেঁথে থাকা আতঙ্ক দূর হয়। সেই লক্ষ্য নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিজেপি বলেছে, এই বিল পাসের পর দেশজুড়ে কার্যকর হবে এনআরসি। এই এনআরসিতে কোনো মুসলিম অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বরং তাঁদের বাছাই করে দেশ থেকে বিতাড়ন করা হবে।
এই লক্ষ্য কার্যকর করতে আসামের নাগরিকপঞ্জির ৩১ জুলাইয়ের চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে আসামসহ সমগ্র দেশে এনআরসি কার্যকর করা হবে । ৩১ জুলাই আসামে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় বাদ গেছে ১৯ লাখ মানুষের নাম। আর এর বেশির ভাগই হলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই ওই চূড়ান্ত প্রতিবেদন পুরোপুরি মেনে নিতে পারেনি আসাম বিজেপি। এই ১৯ লাখ মানুষের নাম বাদ গেলে আসামে যে বিজেপি জোর ধাক্কা খাবে, সেই অঙ্ক কষে এবার মাঠে নেমেছে বিজেপি। আর আসামের বিজেপির প্রভাবশালী নেতা ও মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুর্গাপূজায় শিলচরে গিয়ে ইঙ্গিত দিয়েছেন আসামের এনআরসির চূড়ান্ত তালিকা বাতিল করে একযোগে দেশব্যাপী কার্যকর হবে এনআরসি। সেই লক্ষ্য নিয়ে এখন এগোচ্ছে বিজেপি।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহীত ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊