৩১ আগস্ট প্রকাশিত আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হয়েছিল এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। 
আজ কোচবিহার জেলার দিনহাটায় বামফ্রন্টের ডাকে   NRC-র বিরুদ্ধে  প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিল কার্যত জনপ্লাবনের রূপনেয়।
প্রতিবাদ মিছিলে শেষে দিনহাটা চৌপথীতে পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখেন কমরেড তারাপদ বর্মন,  কমরেড অক্ষয় ঠাকুর, কমরেড দেবাশীষ দেব, কমরেড আব্দুল রাউফ, কমরেড শুভ্রালোক দাস প্রমুখ।