শুভাশিস দাশঃ
দেখতে দেখতে নাম নেই সংঘের পুজোর বয়স পঁয়তাল্লিশ হলো । হলের মাঠের বড় কালী বলে পরিচিত এই মা কালী । তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে । দিনহাটার সংহতি ময়দান এর পাশে নাম নেই সংঘের ক্লাব ঘর । মাঠের উত্তর পশ্চিম পাশে এই মা কালীর মূর্তি গড়ে পুজো করা হয় ।
এবার সোয়া উনিশ হাত মূর্তি তৈরি হচ্ছে আনন্দময়ী কালীর ।
এই পুজো উপলক্ষে এখানে সংহতি ময়দানে এক বিরাট মেলা বসে পনের দিনের জন্যে । দিনহাটা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ এই বড় কালী দেখতে আসেন ।
শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ । এই পুজোর নাম কিন্তু অনেক দূর ছড়িয়ে গেছে । শুধু দিনহাটা নয় এই পুজো এবং মেলা দেখতে বাইরের মানুষ জনও ভিড় করেন ।
শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ । এই পুজোর নাম কিন্তু অনেক দূর ছড়িয়ে গেছে । শুধু দিনহাটা নয় এই পুজো এবং মেলা দেখতে বাইরের মানুষ জনও ভিড় করেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊