মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২ অক্টোবর :
২০১৪-য় 'স্বচ্ছ ভারত' অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পাঁচ বছরে এই অভিযান সফল। দেশে এখন আর কেউ খোলা মাঠে বা প্রান্তরে না গিয়ে টয়লেট ব্যবহার করেন। দেশের প্রায় বেশির ভাগ গ্রামের প্রতিটি বাড়িতেই টয়লেট রয়েছে। দেশবাসীকে পরিচ্ছন্নতার এই পাঠ শেখাতে পেরে গর্ব অনুভব করছেন মোদি। বুধবার দেড়শ তম গান্ধি জয়ন্তী পালনের পাশাপাশি সন্ধেয় গুজরাতের সবরমতী আশ্রম থেকে আনুষ্ঠানিকভাবে এই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে খবর।
অথচ ময়লা-আবর্জনা পড়ে রয়েছে ময়নাগুড়ি শহরের ইলেকট্রিক অফিসের সামনের বাস স্ট্যান্ডে। কোনও হেলদোল নেই প্রশাসনের। সেই স্থানদিয়ে যাতায়াত করে শতাধিক মানুষ ।
শুধু বাস স্ট্যান্ডে এলাকা নয় গোটা ময়নাগুড়ি শহর জুড়ে অলি গলিতে পড়ে রয়েছে ময়লা-আবর্জনা, কাগজ, পলিথিন, চিপসের মোড়ক, পানিয় জলের বোতল সহ নানা আবর্জনা।
জানা যায় এর আগে প্রশাসনের তরফে সর্তক নোটিশ দেওয়া হয় সেই লোকাল যাত্রীবাহি বাস স্ট্যান্ডে। কিন্তু তারপরও আবর্জনায় পরিপূর্ণ সেই স্থান।