অন্বেষিকা দাস:
কোচবিহার:20শে অক্টোবর সন্ধ্যায় কোচবিহার ক্লাবে আন্তরিকতার সাথে পালিত হল মোহনা সাংস্কৃতিক সংস্থার বিজয়া সম্মিলনী এবং শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , প্রখ্যাত ইতিহাসবিদ্ ড .নৃপেণ্দ্রনাথ পাল , কবি,প্রাবন্ধিক শৌভিক রায় , জাকির স্মৃতিজিৎ , কবি গৌতমী ভট্টাচার্য, -পাপড়ি গুহ নিয়োগী, -ড :জশোর, -মৌসুমি দত্ত,দীপায়ন পাঠক । শিক্ষাবিদ ভুপালী রায় , চিকিৎসক ডা:তুষার ভৌমিক , সাংবাদিক প্রসেনজিৎ শীল , সুমনকল্যাণ ভদ্র ! নাচে,গানে,কবিতায় এক চাঁদের হাট বসেছিল অনুষ্ঠানপ্রাঙ্গনে। শিল্পী বিভা বোসের কলা কুশলীরা বিহু,ফোক বিভিন্ন বৈচিত্র্যের নৃত্যানুষ্ঠান উপহার দিয়েছেন।এছাড়াও ক্ষুদে শিল্পীরা তাদের শৈল্পিক প্রতিভা নিজের মতো করে তুলে ধরে।কবি পাপড়ি গুহ নিয়োগী এবং গৌতমী ভট্টাচার্যের আবৃত্তি এক অনন্য মাত্রা এনে দিয়েছে।
সবশেষে তিন তরুণ আজাহার আলি,আয়ূব আলি আসরফ,রাকিব আরিফ এবং সোহিনী রায়ের কবিতা ও কথার যাদুতে অনুষ্ঠিত হয় ' কবিতা ও গানে আমরা'। সহযোগিতায় শৌভিক চৌধুরী। রবীন্দ্রনাথ থেকে শুরু করে লোক সংস্কৃতি,আসাম অঞ্চলের গান, এমনকি ফোক স্টুডিও বাংলা খ্যাত আজাহার আলির কন্ঠে তার নিজের কম্পোজিশন 'মনপাখি' গানটি শোনা যায়।দর্শকও শ্রোতাদের উৎসাহ প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ মাত্রা এনে দিয়েছে।সম্পাদক মহাশয় জানিয়েছেন মোহনা সাংস্কৃতিক সংস্থা গত তিনবছর ধরে অত্যন্ত আড়ম্বরের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊