pic source: sahid
১৫ই অক্টোবর সন্ধ্যায় দুবরাজপুরের হেতমপুর মানসায়র গ্রামীণ হাসপাতাল এর প্রসূতি বিভাগের শৌচাগারের ডাস্টবিন থেকে উদ্ধার হয় একটি সদ্যজাত পুত্র সন্তান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বর সহ গোটা এলাকায়।
জানাযায় মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন এক যুবতী। তখন অন্য রোগী দেখতে ব্যস্ত ছিলেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সে সময় বাথরুমে যান ওই যুবতী। মনে করা হচ্ছে, সেখানেই তিনি জন্ম দেন সন্তানের। তারপর তাকে বেসিনের নিচে রাখা নোংরা ডাস্টবিনে ঢুকিয়ে চাপা দিয়ে চলে যান। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
সন্ধের দিকে হাসপাতালের অন্যান্য রোগীদের পরিবারের সদস্যরা একটি শিশুর কান্নার শব্দ পান বাথরুম থেকে। সেখানে গিয়ে দেখেন, নোংরা রক্ত মাখা হাসপাতালের আবর্জনা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে একটি সদ্যোজাত শিশু। তড়িঘড়ি ডেকে নিয়ে আসা হয় হাসপাতালে কর্মরত এক আয়াকে। এবং দ্রুত উদ্ধার করা হয় শিশুটিকে।
ঘটনাটি ১৫ অক্টোবরের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই শিশুকান্ড নিয়ে। দুবারাজপুর পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া শিশুটি এখন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।