ফজলে রহমানঃ 
দিনহাটা 2 নং ব্লক এর গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ার কুটি গ্রামে পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ এর স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হলো। গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ভিবিডি টিমের সুপারভাইজার মোহাম্মদ রফিক মিঞা মহাশয় জানান যে এই গ্রামের বাসিন্দা বাগবুল হক ও তার স্ত্রী জাহানারা বিবি কর্ম সুত্রে দিল্লিতে যায় এবং সেখানে গিয়ে জাহানারা বিবি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার নিজ বাড়িতে ফিরে এসে বুধবার বামন হাট স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান। বামন হাট স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু রোগিকে ভর্তি করাতে বললেও তারা রোগিকে ভর্তি করাননি। আজ বৃহস্পতিবার  ১৫ জনের  ভিবিডি টিম ও নয়ারহাট হাট স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী এবং এম পি ডব্লু মনোজিত কুমার রায় , সবাইকে নিয়ে স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত করা হয়। 
জাহানারা বিবির বাড়ির একশো মিটার এর মধ্যে সাবার রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়া হয় এর পাশাপাশি জ্বরের ওষুধ,ও আর এস বিলি করা হয় এবং এই এলাকার সবার বাড়িতেই মশার লার্ভা ধ্বংস করার জন্য ব্যাকটিসাইট স্প্রে করা হয় এবং সাধারণ মানুষদের হাতে লিফলেট বিলি করে প্রতিটি বাড়িতে গিয়ে সবাইকে সচেতনা করা হয়। এদিকে ম্যালেরিয়া আক্রান্ত রোগি জাহানারা বিবি বাড়িতে ছিলেন না। 
খোঁজ নিয়ে জানা যায় তিনি তার বাবার বাড়ি নান্দিনা গ্রামে যান পরে ভি আর পি একটি চার জনের টিম তার বাবার বাড়িতে গিয়ে দেখে জাহানারা বিবি খুবই আশঙ্কাজনক অবস্থায় বিছানায় পরে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয় । বর্তমান জাহানারা বিবি খুবই আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।