লায়ন্স ক্লাব অফ নদীয়া, ধুবুলিয়া শাখার উদ্যোগে গত ২রা অক্টোবর ধুবুলিয়া রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হলো সাধারণ মানুষের জন্য 'হাটে-বাজারে কর্মসূচি"। সহযোগিতায় ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট 322B1।ধুবুলিয়া বাজারে এমন উদ্যোগ এই প্রথম। হাটে বাজারের এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
১০৮ জন মানুষ মাথাপিছু ৪০০ টাকা মূল্যের শাড়ি,বিছানার চাদর, মশারি, বালতি, ধুতি, লুঙ্গি,গামছা ও প্রয়োজনীয় সামগ্রী তাদের পছন্দমত বেছে নিলেন হাটে বাজারে কর্মসূচি থেকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবার জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয় । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।