নবমীর রাতে ১১ বছরের খুশবু পারভিন পাড়ার পাশের ক্লাবের দূর্গা পূজা দেখতে যায়। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করে এবং ক্লাবের আরতির প্রতিযোগিতায় সে পুরস্কারও জেতে। এরপর পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করে। 

এই ঘৃণ্য অপরাধের জন্য দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার প্রতিবাদে দশমীর রাত থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলে শামিল হয় মরুদ্যান দুর্গোৎসব কমিটি পাশাপাশি আলিপুরদুয়ার জেলাবাসী।তারা চায় দোষীদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং পরবর্তীতে এই ধরনের জঘন্যতর ঘটনা না ঘটে।

অথচ আজও অধরা অপরাধী। খুশবু পারভিন ধর্ষণ ও হত্যার ঘটনায় এ পর্যন্ত মূল অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত ৯ অক্টোবর ধনীরামপুরে মৃত নাবালিকা খুশবু পারভিনের বাড়িতে এসে পরিবারের লোকেদের সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা। তাকে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ জানিয়ে অপরাধীকে গ্রেফতার করার দাবি করে।
সাংসদ সাধারণ মানুষের দাবি শোনার পর জানান, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার জন্য তিনি প্রশাসনের উপর মহলের সঙ্গে কথা বলবেন।
আজ সেখানে পৌঁছান মৃত খুশবুর বাড়িতে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী, ধূপগুড়ির বিধায়িকা মিতালি রায়। সন্ধ্যায় উপস্থিত হন সিপিএম নেতা মহঃ সেলিম।
দলমত নির্বিশেষে খুশবুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী তুলেছে । আজ কি বললেন মহঃ সেলিম শুনে নিন ভিডিওতে-