প্রতীকী ছবি
সংবাদ একলব্যঃ
আজ সকাল ১১ টা নাগাদ সাহেবগঞ্জ থানার  অন্তর্গত শিমূল বাড়ি বাজার সংলগ্ন  কুটি শাকদল গ্রামে দিনের আলোতেই ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর। ছাগলের বদলে কপালে জোটে বেদম প্রহার। পড়ে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় চোরকে বলে জানা গেছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে-




(ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য)