Sangbad Ekalavya:
মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে কীভাবে চাকরি পাবেন, ভাবছেন তাই তো? কিন্তু আপনার চিন্তার দিন বোধহয় শেষ হতে চলেছে। কারণ, মালদহের চিলড্রেন হোম ফর গার্লসের সুপারিন্টেনডেন্ট কাম ম্যানেজার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।রাঁধুনি:
শিক্ষাগত যোগ্যতা:
১. রাঁধুনি পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে।
২. আবেদনকারী ওই হোমের বাসিন্দা হলে অষ্টম শ্রেণি পাশেও আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে ভাল হয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৭৫০০ টাকা বেতন পাবেন।

হেল্পার:
শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. হোমের বাসিন্দা হলে চতুর্থ শ্রেণি পাশেই আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা:
এই পদে পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে ভাল হয়।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৬০০০ টাকা বেতন পাবেন।


আবেদনের পদ্ধতি:
www.malda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে সময়সীমা।