Division of Number
Total Marks-100
Written-80
Project-20
Written
Prose: Total marks-20
MCQ-4(1×4)
SAQ-4 (1×4)
LAQ-12(6×2)
Poetry: Total marks-20
MCQ-4(1×4)
SAQ-4 (1×4)
LAQ-12(6×2)
Play: Total marks-10
MCQ-4
LAQ-6
Textual grammar-10
Reading comprehension-10
Today's Topic: On Killing a Tree
উচ্চমাধ্যমিক ইংরেজি(দ্বিতীয় ভাষা) তে 4টে poem রয়েছে। তার মধ্যে প্রথম টি হল গিয়েভ প্যাটেলের লেখা On Killing a Tree. এটি একটি ironical poem. একটা গাছ কাটা প্রকৃত পক্ষে খুব সহজ কাজ। কিন্তু কবি এমনভাবে উপস্থাপন করেছেন যেন গাছ কাটা খুবই সময় সাপেক্ষ ও কঠিন কাজ। গর্বেরও বটে। গাছ মানব সভ্যতার জন্য অপরিহার্য্য। যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না সেই অক্সিজেন সরবরাহ করে গাছ। আর মানুষ সাময়িক লোভের কারণে বনভূমি ধ্বংস করে চলেছে। On Killing এ Tree বৃক্ষ ধ্বংসের মানব প্রচেষ্টার ওপর একটি satire.
নজর রাখো আমাদের ফেসবুক পেজে- আগামী সংখ্যার জন্য।
নজর রাখো আমাদের ফেসবুক পেজে- আগামী সংখ্যার জন্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊