২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছিল নতুন বিধি।  একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ সভাপতি মহুয়া দাস জানান ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য উত্তর পুস্তিকা চালু করা হবে।
নতুন মডেলের যে প্রশ্ন হবে, তাতে আলাদা করে প্রশ্ন কিংবা উত্তরপত্র থাকবে না। প্রশ্নপত্র এবং উত্তরলেখার জায়গা মিলিয়ে বুকলেট তৈরি করা হবে। আর এখনকার মতো দুটো পার্টে নয়, একটা পার্টেই দিতে হবে। 


কিন্তু আজ একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় -
"পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্বের ন্যায় যে পদ্ধতিতে চলে আসছে সেই পদ্ধতিতেই গ্রহণ করা হবে।
Part-A র পৃথক প্রশ্নপত্র এবং উত্তরপত্র থাকছে এবং Part-B MCQ ও SAQ এর সম্বলিত প্রশ্নপত্র তথা উত্তরপত্র যেরকম ছিল সেই পূর্বের ব্যবস্থাই বহাল থাকছে।
ইতিমধ্যে website এ প্রকাশিত L/PR/131A থেকে 131D/2019 পৰ্য্যন্ত নম্বর যুক্ত 25/09/2019 তারিখের বিজ্ঞপ্তি গুলি বাতিল করা হল।" 
অর্থাৎ যেভাবে বিগত বছর পরীক্ষা হয়ে আসছিল, তেমনভাবেই এবারও পরীক্ষা হবে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানা যায়নি।