আদর্শ শিক্ষক এবং মানুষ
                ফিরোজ হক্

কেনো প্রশ্নকে ব্যক্তিগত আক্রমণ মনে হয়?
বাঁকা কথা সূচের ন্যায় আঘাত করে
বন্ধুকে শত্রু মনে হয়
শিক্ষাকে বাড়ন্ত মনে হয়।

আদর্শ শিক্ষক নাকি আদর্শ মানুষ
তা নিয়ে দ্বিধায় পড়ে যাই,
মনুষত্ববোধ না থাকলে শিক্ষক হওয়া যায়
কুকুরেরা শিক্ষক হতে পারে?

উৎসবে দু-পয়সা দিতে চাওনা
ঘুষের বেলা দুশো দিতেও কুন্ঠাবোধ হয়না...

হুমকি দিয়ে তর্ক করে কি হতে চাও?

স্লেজিং-
স্যার লিখতে দিন
নাহলে...
নাহলে কী?
আপনাকে দেখে নেব,নাকি অমুকের ছেলে তমুক
পথ অবরোধ করো,টায়ার পামচার করো
নিজের মানবিকতার হাওয়া বেরিয়ে যায়
খ্যায়াল থাকে না সেদিকে...

ম্যাডামের নামে রটনা করার সময়
মা বোনকে ভুলে যাও
ফোনে অশ্লীল ছবি পাঠিয়ে
নিজেকে মহান প্রমাণ করো...

একটা কথা শোনো তবে
গ্রহ-নক্ষত্রের আবর্তের মতোই
মানুষের‌ জীবনও পাক খেতে থাকে।
সময় নির্ধারণ করা না থাকলেও
সংঘর্ষের মুখোমুখির সম্ভবনা থেকেই‌ যায়।

তাই বলি
বলপ্রয়োগ ক্ষমতাকে কাজে লাগালে
 বাজ নিজের মাথায়ও পড়তে পারে।
থু উর্দ্ধমুখে ফেললে
তা নিজের মুখেই পড়ে।