Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফেসবুক সমাজের পঞ্চম স্তম্ভ-মার্ক জাকারবার্গ



জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সমাজের পঞ্চম স্তম্ভ হিসেবে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তাঁর মতে, ফেসবুক এখন ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যমের পাশাপাশি বিশ্বে একটি 'পঞ্চম স্তম্ভ' হয়ে উঠেছে এবং মানুষকে এখন আর গতানুগতিক রাজনীতি ও মিডিয়ার দেখানো কণ্ঠস্বরের ওপর নির্ভর করতে হবে না। 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের হাতে সরাসরি ক্ষমতা দিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেছে।

জাকারবার্গ আরও বলেন, ফেসবুক মানুষকে মুক্তভাবে কথা বলার ক্ষমতা দিয়ে সমাজের অন্যান্য শক্তি কাঠামোর পাশাপাশি বিশ্বের নতুন এক ধরনের শক্তি ' পঞ্চম স্তম্ভ' হিসেবে আবির্ভূত হয়েছে। 
গেজেটনাউডটকমের প্রতিবেদনে বলা হয়, যা ফেসবুকে ফেঙে ফেলার কথা বলছেন তাদের একটি বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন এই প্ল্যাটফর্মটির প্রধান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code