সংবাদ একলব্য, আলিপুরদুয়ার, শিলবাড়িহাটঃ
আর মাত্র কয়েকটা দিন তার পরেই শুরু হবে মেজবিলগ্রামের রাস মেলার 50 বৎসর পূর্তি l এবারে মেলা কমিটির সম্পাদক হয়েছেন হরিশ্চন্দ্র বর্মন এবং কোষাধক্ষ্য হয়েছেন উজ্জ্বল সরকার l তাছাড়াও মেলাটাকে শান্তিপূর্ণ ভাবে সফল করতে রয়েছে একাধিক সাব কমিটি l উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার রাসমেলার পরেই মেজবিল এর রাসমেলা l মেলা কমিটির সম্পাদক হরিশ্চন্দ্র রায় এর কাছ থেকে জানা যায় যে মেলার প্রতিষ্টাতা সদস্য বর্তমানে কয়েকজন আছেন তাঁদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মৃত্যঞ্জয় সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস আর ও অনেক এ l আজকের মিটিংয়ে আলোচনা হয় এবারে কিছু নুতুন চিন্তাভাবনা করে অনুষ্ঠান হবে যা পরবর্তী প্রজন্মে স্মৃতি হিসাবে থাকবে l এবারে 50 বৎসর উপলক্ষে ফুটবল খেলা, রক্তদান শিবির, বৃক্ষরোপন, বণ্যাঢ্য শোভা যাত্রা মলুক অনুষ্ঠান হবে l এই মেলার আকর্ষণীয় বিষয় হিসাবে থাকছে বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক অনুষ্ঠান l সাথে লোকাল শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান, যাত্রা, অর্কেস্ট্রার l আজকের মিটিং এর আলোচনায় সর্বসম্মতি ক্রমে 50বৎসর সফল করার সিদ্ধান্ত নেওয়া হয় l আজকের মিটিং এ মেলা কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শিলবাড়ীহাট থেকে বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় রতন কুমার চৌধুরী, শ্যামল মুজুমদার, নিখিল বিশ্বাস, যতীনদ্র নাথ রায়, তপন বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ক্লাব এর সদস্য, NGO (Swapna society for dream of success এর সম্পাদক তাপস বর্মন এবং অত্র এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊