ছবি-এশিয়া নিউজ 


ভারতে এমন অনেক মন্দিরই রয়েছে, যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। যার অন্যতম হলো ঔরঙ্গাবাদের শনি মন্দির। 

তেমনই এক অদ্ভুত মন্দির কেরলের কোল্লাম শহরের কোট্টানকুলাঙ্গারা দেবীর মন্দির। এ মন্দিরে পূজিতা হন আদি শক্তির ভগবতী রূপ। কিন্তু, সব থেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে পুরুষ ভক্তরা আসেন মহিলাদের মতো শাড়ি-গয়না পরে।

ছবি-উইকিপিডিয়া 
শুধু তাই নয়, রীতিমতো বড় চুলে খোঁপা করে। ফি বছর হাজারে হাজারে পুরুষ নারী সাজেই পুজো দিতে আসেন শাড়ি, গয়নায় সেজে।

লৌকিক কাহিনিতে জানা যায়, এখন যেখানে মন্দির সেখানে এক সময়ে ছিল জঙ্গল। স্থানীয় রাখালরা তাদের গবাদি পশুদের এখানে চরাতে নিয়ে আসত। গরু-বাছুরদের চরাতে নিয়ে এসে নিজেরা খেলে বেড়াত জঙ্গলের মধ্যে। সেখানেই একটি বড় পাথর ছিল, যা ছিল রাখালদের সব থেকে প্রিয় খেলার বস্তু। রাখালরা নাকি নিজেদের পোশাক না পরে মেয়েদের জামা-কাপড় পরে খেলা করত এই জঙ্গলে।

এমনই এক দিন খেলার সময়ে সেই পাথর থেকে প্রকট হন স্বয়ং দেবী দুর্গা। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আর তার পর থেকেই এটা প্রচারিত হয়ে যায় যে, নারী-বেশী পুরুষরাই দেবীকে সতুষ্ট করতে পারবেন।

সারা বছরই দেবী পূজিতা হন কেরলের এই মন্দিরে। তবে মার্চ মাসে বিশেষ পুজোর আয়োজন হয়। এবং তার শেষ দিনেই পুরুষরা আসেন নারীর বেশে।

তথ্য সূত্রঃ এবেলা