আগামী বছর মহালয়ার একমাস পর দুর্গাপুজো! যা কিনা শারদোৎসবের ইতিহাসে নজিরবিহীন৷ এমনিতে মহালয়ার ছ’দিন পরই হয় দেবীর বোধন৷ সেইভাবেই বাঙালি পুজোর প্রস্তুতি নেয়৷
সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো৷ মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন, অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷ পুরোহিতদের দাবি দু’টি অমাবস্যা পড়ায় মল মাস হয়ে যাবে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে৷ তাই এই সমস্যা৷ পুজো তাই সামনের বছর শরতে নয়, হেমন্তে৷ শারদীয়া উৎসবও তাই হবে হৈমন্তিক৷ বিশুদ্ধসিদ্ধান্ত ও গুপ্তপ্রেস, দু’টো পঞ্জিকাই এই ব্যাপারে একমত৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊