রানাঘাট পালচৌধুরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন বিশ্বাস । শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে ।অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় দীপাঞ্জন ক্যান্সার রোগে আক্রান্ত । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী ভাস্কর সেনগুপ্তের মাধ্যমে বিষয়টি জানতে পারে রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবিক রানাঘাটের' সদস্যরা । দীপাঞ্জনের বাবা গৃহশিক্ষকতা করেন তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব ছিল । সংস্থাটি টাকার অভাবে যাতে ওর চিকিৎসা বন্ধ না হয় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , ব্যবসায়ী,চাকুরীজীবী, সাধারণ মানুষের কাছে হাজির হয় । সংস্থার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ দীপাঞ্জনের পরিবারের পাশে এসে দাঁড়ায়।প্রথম পর্যায়ের চিকিৎসা শেষ করিয়ে কিছু দিন আগে ও বাড়িতে এসেছে । আগামী ২৮ শে অক্টোবর আবার চিকিৎসার জন্য বোম্বে যাবে । দীপাঞ্জন এখন অনেকটাই সুস্হ। চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন ও সুস্থ হয়ে উঠবে ।
আজ সংস্থাটির পক্ষ থেকে দীপাঞ্জনের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। রানাঘাট CONVENT SCHOOL এর পক্ষ থেকে সংগঠনটি আর্থিক সাহায্য পেয়েছিলেন। সংস্থাটির এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয় অধিবাসীরা । সংস্থার পক্ষে মাননীয় শ্রী সুভাষ নাথ বলেন "দীপাঞ্জন কে পুরোপুরি সুস্থ করে ওর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে যা আর্থিক সাহায্য প্রয়োজন মানুষের সাহায্যের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পৌঁছাব বলে আশা রাখি ও আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি " ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊