দুর্নিবার (মাসিক ই ম্যগাজিন) পক্ষ থেকে দিনহাটা বিশিষ্ট পরিবেশপ্রেমী  চিকিৎসক ও দিনহাটার ভূমিপুত্র ডঃ বিভাস রায় কে মহকুমা হাসপাতাল চত্বর সবুজায়ন, সৌন্দযায়নের  পাশাপাশি দিনহাটা শহরের মূল সড়কের ডিভাইডারে বড় বড়ো টবে নানা জাতের ফলের গাছ বসানোর ব্যবস্থা করায় সংর্বধিত করা হলো  । তিনি জানান আম, করমচা, লিচু, সবেদা, পেয়ারা , জামরুল , ইত্যাদি ফলের চল্লিশটি চারা বড়ো বড়ো টবে মঙ্গলবার হাসপাতাল ও মূল সড়কের ডিভাইডারে লাগিয়েছেন ।
ডঃ বিভাস রায়কে সংর্বধনায় সময় উপস্থিতি ছিলেন দুর্নিবার মাসিক ই ম্যগাজিনের প্রকাশক শুভ্রালোক দাস, সম্পাদক সাগর রায়,  সহ সম্পাদক সঞ্জীব কর্মকার, ধৃতিমান দাও মধুমিতা ঘোষ, দীপাঞ্জন দও প্রমুখ।