সংবাদ একলব্যঃ 

কাঁটা তার বেছানো রাস্তার দুই ধার। বর্ডার সিকিউরিটি ফোর্সেরা কাধে বন্দুক নিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে সর্বত্র। দেশের শেষ সীমান্তের একটা নাম না জানা গ্রাম। যেখানে স্বাধীনতার মানে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা।

দিনহাটা ২ ব্লকের অন্তর্গত কুর্শাহাট অঞ্চলের নাম না জানা একটা আদিবাসী গ্রাম। শহুরে মানুষদের ভাষায় অত্যন্ত 'রিমোট এরিয়া'।

এবার পুজোর খুশি ভাগ করতে পৌঁছে গিয়েছিলো দিনহাটার একটি স্বেচ্ছাসেবী সংগঠন Dinhata Community Development Organization


ট্রাইব্যাল এড়িয়া হলেও ওরা সবাই বাঙালি আর দুর্গাপূজা বাঙালির অন্তরের টান, ভালোবাসা। বাঙালির উৎসব। পুজোর নতুন পোষাক উপহার পেয়ে ভীষণ আনন্দিত ওরা। 

সংগঠনের সেক্রেটারি রতন সাহা জানান "খুশি আমরাও ওদের কাছে পৌঁছাতে পেরেছি জন্য। আগামী দু'দিন চলমান বস্ত্র গাড়ি নিয়ে ঘুড়ে বেড়াবো এরকমই কোনো প্রত্যন্ত এলাকায় এলাকায়। যেখানে মনে হবে, উপহার দিয়ে সামান্যতম আনন্দ প্রদানের সাক্ষী থাকবো। সপ্তমী তে পথচালতি কয়েকজন দুঃস্থ মানুষকে নতুন জুতো উপহার দিবো। সপ্তমী থেকে নবমী বসবে 'পুজোর আড্ডা'। থাকবে পরিশুদ্ধ পানীয়জল, চকলেট, ফার্স্ট এইড বক্স, শিশুদের জন্য Breast Feeding Corner, পূজা দর্শনার্থী সহায়তা কেন্দ্র।"