pic source: coochbehar police fb 

গতকাল সন্ধ্যারাতে আচমকা পুলিশের গাড়ি ঢুকে পড়ে পুটিমারিতে অবস্থিত একটি গোডাউনে। সেখানে মজুত বিপুল পরিমান শব্দবাজী উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। এতো বড় সাফল্যে নজর কেড়েছে দিনহাটা থানার পুলিশ।

কোচবিহার জেলা পুলিশসূত্রে জানাগেছে- কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা থানার পুলিশ অফিসার ও ফোর্স গোপনসূত্রে খবর পেয়ে দিনহাটার একটি গোডাউন থেকে ০২ কার্টুন নিষিদ্ধ শব্দবাজি আটক করেI যার মধ্যে থেকে ৪,৭৫,২০০ টি চকলেট বোম ও আরো বিভিন্ন শব্দ বাজি উদ্ধার করেন দিনহাটা থানার পুলিশI যে নিষিদ্ধ শব্দবাজিটি ধরা পড়েছে তার বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকাI
দিনহাটার এস ডি পি ও শ্রী মানবেন্দ্র দাস সংবাদ একলব্যের প্রতিনিধিকে জানান- 'দু'জন গ্রেফতার হয়েছে। রিমাইন্ডের জন্য প্রেয়ার করেছি, এখনও কোর্টে আছে।' তিনি আরও জানান সর্বমোট প্রায় ২৫ লক্ষটাকার শব্দবাজী উদ্ধার হয়েছে।