Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সায় সুপ্রিম কোর্ট: নাগরিকত্বের প্রমাণ নয় আধার

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সায় সুপ্রিম কোর্ট: নাগরিকত্বের প্রমাণ নয় আধার




বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, আধার কার্ড (Aadhaar) নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র নয়, এটি শুধুমাত্র একটি পরিচয়পত্র। এই অবস্থানেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।”


ঘটনাচক্রে, এই সুপ্রিম কোর্টই কিছুদিন আগে বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড (Aadhaar) যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দেয়, বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণযোগ্য নয়। কমিশন নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে ১১টি নথির তালিকা দিয়েছে, কিন্তু বহু দরিদ্র ও প্রান্তিক ভোটারের কাছে এই নথিগুলোর কোনওটিই নেই। ফলে তাঁদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।


এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—যদি আধার (Aadhaar) বা ভোটার কার্ড (Voter Card) নাগরিকত্বের প্রমাণ না হয়, তবে একজন নাগরিকের ভোটদানের অধিকার কীভাবে নিশ্চিত হয়? জন্মের শংসাপত্র কি একমাত্র ভিত্তি? আবার রেশন ব্যবস্থায় খাদ্যপণ্য পেতে হলে আধার সংযুক্তি বাধ্যতামূলক। তাহলে আধার যদি নাগরিকত্বের প্রমাণ না-ই হয়, তবে এত গুরুত্বপূর্ণ কেন?


বিশেষজ্ঞদের মতে, এই দ্বৈত অবস্থান সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই বিভ্রান্তি দূর করতে পারেনি। নাগরিকত্ব, পরিচয় এবং ভোটাধিকার—এই তিনটি মৌলিক বিষয়ের মধ্যে সুস্পষ্ট সংযোগ না থাকায় গণতান্ত্রিক অধিকার প্রশ্নের মুখে পড়ছে।

Tag: Aadhaar citizenship proof, Supreme Court Aadhaar verdict, Bihar voter list revision, Election Commission India, Aadhaar vs voter ID, citizenship verification India, voter exclusion Bihar, Aadhaar identity card, ECI Aadhaar decision, Supreme Court on Aadhaar, SIR Bihar 2025, Aadhaar not valid for citizenship, voter rights India, Aadhaar and ration card, Indian identity documents

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code