Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসুস্থতাকে উপেক্ষা করে YPTRC পরীক্ষা দিল চামটার ছাত্রী রহিমা


সংবাদ একলব‍্য,দিনহাটা, ২১ই অক্টোবর: গতকাল কোচবিহার জেলার ১৩টি সেন্টারজুড়ে অনুষ্ঠিত হয় CIRCLE আয়োজিত YPTRC মেধা পরীক্ষা। প্রায় ২০০০ ছাত্র ছাত্রী পরীক্ষায় বসে। এদিন চামটা আদর্শ উচ্চ বিদ‍্যালয়েও ৩৯৪ জন পরীক্ষার্থীর সেন্টার ছিল। ঐ বিদ‍্যালয়েরই নগর গিরিধারী এলাকার দশম শ্রেণির ছাত্রী রহিমা  খাতুন অসুস্থতার কারনে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি থাকায় বিদ‍্যালয়ে উপস্থিত হতে পারেনি। তৎক্ষনাত, অভিভাবক আতাউর রহমান সার্কেল কর্তৃপক্ষ থেকে পাঠানো এক্সটারনাল অফিসার দীপক বর্মনের নিকট হাসপাতালে পরীক্ষা নেওয়ার আবেদন জানান সেন্টার ইন চার্জ সোয়েল মজুমদারের দ্বারা। পরে এক্সটারনাল অফিসার দরখস্তটি পরীক্ষা নিয়ামককে ফরওয়ার্ড করলে দিনহাটা মহকুমা হাসপাতালেই তার পরীক্ষা নেওয়ার ব‍্যবস্থা করে। সুকুমার বর্মন পরীক্ষা পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন। পরে এ ব‍্যাপারে, পরীক্ষা নিয়মাক ও CIRCLE এর CEO আরিফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্র ছাত্রীদের উৎসাহকে আমরা বেশি গুরুত্ব দেই। ছাত্রীর অভিভাবক দরখস্ত করায় আমাদের বিষয়টি সঠিক সেট আপ করতে সুবিধা হয়েছে। দরখস্ত পাওয়ার ২০মিনিটের মধ‍্যেই ছাত্রীর পরীক্ষার ব‍্যবস্থা করে সংস্থা এতে সকলেই খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code