মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২১শে অক্টোবর : গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যবাড়ি চিলাখানা যুব সংঘের পরিচালনায় ও ব্যবস্থানায় এক ৮ দলিয় নৈশ হাডুডু খেলা অনুষ্ঠিত হলো। 
এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিধায়ক মাননীয় শ্রী অনন্তদেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, বিশিষ্ট সমাজসেবী শিব শঙ্কর দত্ত এবং সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের প্রধান সহ অন্যান্য কার্যকর্তারা।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন ময়নাগুড়ির বিধায়ক মাননীয় শ্রী অনন্তদেব অধিকারী।